প্রথম যখন বলা হলো ‘উদ্ভিদেরও প্রাণ আছে’, তখন অনেকেই তা মেনে নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন। আজ যখন বলা হচ্ছে, বিজ্ঞানীরা উদ্ভিদের ভাষা বোঝার চেষ্টা করছেন, তখনো অনেকেই আবারও সন্দিহান। তবে বিজ্ঞানীরা এখন জোর দিয়েই বলছেন, উদ্ভিদকুল শিকড়ের সাহায্যে একে–অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারে। আর তাই এ নিয়ে ব্যাপক গবেষণাও হচ্ছে। গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা বিস্ময়ের সঙ্গে আরও লক্ষ করছেন যে মস্তিষ্কবিহীন হয়েও উদ্ভিদের চমকে দেওয়ার মতো বুদ্ধিমত্তা রয়েছে।
For details refer to the source.
This post was created with our nice and easy submission form. Create your post!